Ekramul Haque Titu
Ekramul Haque Titu
Mayor, Mymensingh City Corporation President, Mymensingh Mohanagar Awamileague
Ekramul Haque Titu

Blog

ময়মনসিংহ নগরীতে ৫ কি.মি. সড়ক নির্মাণ কাজের উদ্বাধন

ময়মনসিংহ নগরীতে ৫ কি.মি. সড়ক নির্মাণ কাজের উদ্বাধন

ময়মনসিংহ নগরীতে ৫ কি.মি. সড়ক নির্মাণ কাজের উদ্বাধন

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৫:১০ পিএম | অনলাইন সংস্করণ  Count : 1862

   

 

ময়মনসিংহ সিটি করপোরেশেনের নাগরিক সেবা উন্নতকরন প্রকল্পের আওতায় পাঁচ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। 

 

শুক্রবার (২ জুন) সকালে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নগরীর ২৩নং ওয়ার্ডের সুতিয়াখালী উমেদ আলী রোড থেকে ফকিরবাড়ি হয়ে গুচ্ছ গ্রাম ও ফকির পাড়া এবং সুতিয়াখালী ফকিরবাড়ি রোড হতে ছালাকান্দি নাসির মোড়লের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

 

 

এমসয় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহে সমগ্র ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। শুধু শহরে নয় প্রান্তিক এলাকাতে উন্নত সড়ক, ড্রেনেজ, সড়কবাতি ইত্যাতি পৌঁছে দিয়েছি। টেকসই উন্নয়ন এবং উন্নত নাগরিক সেবাই আমাদের লক্ষ্য। যে কোন উন্নয়ন কাজ জনগণের সহযোগিতা ছাড়া সফল হয়ে উঠে না। তাই নিজের এলাকার উন্নয়নের স্বার্থে কাজে সকলের তিনি সহযোগিতা কামনা করেন। আর উন্নয়েনের কাজে কেউ যদি বাধা দেয় তবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

এসময় ওয়ার্ড কাউন্সিলর সাব্বির ইউনুস বাবু, কাউন্সিলর শাহনাজ বেগম ও সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।